ArabicBengaliEnglishHindi
scriptForHost

যে কারণে নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৮:২৮ অপরাহ্ন /
যে কারণে নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক ->>
চায়নিজ সুপার লিগের ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক ডুরাডোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, একই সঙ্গে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

ফ্লুমিনেন্স ও ফ্ল্যামেঙ্গোর সাবেক এই তারকা রোববার উহান ইয়াংসের সঙ্গে হেনান সংসহান লংসমেনের মধ্যকার ২-২ গোলের ড্র হওয়া ম্যাচটির ১৬ মিনিটে রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন।

চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে ৩২ বছর বয়সী ডুরাডোর নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খেলোয়াড়ের অসদাচরণের বিষয়ে চায়নিজ ফুটবল সব সময়ই কঠোর শাস্তি দিয়ে থকে।

২০১৭ সালে সাংহাই এসআইপিজিরি ৬০ মিলিয়ন ইউরোর ব্রাজিলিয়ান তারকা অস্কারকে অশোভন আচরণের জন্য আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।