ArabicBengaliEnglishHindi
scriptForHost

দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না : জি এম কাদের


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২২, ১০:০৭ অপরাহ্ন / ১৩
দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক ->>
দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না, মন্তব‌্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশ চলছে আল্লাহর ওয়াস্তে। সব সেক্টরে দুর্নীতি। বিদ্যুৎ-জ্বালানি সেক্টর হচ্ছে দুর্নীতির আখড়া। আমি অয়েল সেক্টরে চাকরি করেছিলাম। এই সেক্টরে দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে আমার। অনেক পরিচিত লোক থাকায় আমি দুর্নীতির খবর পাই। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার নামে আমলাদের সহযোগিতায় লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছে দেশে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সরকার মানুষের পেটে তিনবার লাথি মেরেছে। রিজার্ভ সংকটের ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বেশি দামে আমদানি করে দ্রব্যমূল্য বাড়িয়ে, তেলের দাম বাড়িয়ে—এভাবে তিনবার মানুষের পেটে লাথি মারা হয়েছে সরকারের পক্ষ থেকে।

তিনি বলেন, ‘দেশে ত্রিভুজ নীতি চলছে। দুর্নীতির কারণে ভালো উদ্যোগ সফল হচ্ছে না। দলীয় লোক, যাদের টাকা-পয়সা আছে তাদের লিস্ট করে টিসিবির কার্ড দেওয়া হচ্ছে। যাদের পাওয়া দরকার, তারা পাচ্ছে না। দেশের জনগণ এগুলো থেকে মুক্তি চায়।

জাপার চেয়ারম্যান বলেন, ‘সব সংখ্যালঘু নির্যাতনে আওয়ামী লীগের অনুসারীরা জড়িত। দেশে আওয়ামী লীগ কর্মীদের অপরাধের বিচার না হওয়ায় দিন দিন মানুষের হয়রানি বেড়ে যাচ্ছে। জাতীয় পার্টি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে।

তিনি বলেন, ‘এক গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে লিখেছিল, বাংলাদেশ জ্বালানি খাতে বছরে এক বিলিয়ন ডলার গচ্ছা দিচ্ছে। এ খাতে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। যে পরিমাণে দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের, সেখানে ট্যাক্স একটু কম নিলেই হতো। এরশাদ সাহেব জ্বালানিতে কোনো ট্যাক্স নিতেন না। একই সঙ্গে জ্বালানিতে তারা যে প্রফিট করেছে, তখন যদি সেই প্রফিট কাজে লাগানো যেত, তাহলে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রয়োজন হত না।

সেচের জন্য পানি না দিতে পারলে খাদ্য সংকট হবে, উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকা এবং গ্রাম-গঞ্জ থেকে জানতে পারছি, সেখানে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সামনের দিনে সেচের জন্য কী হবে, আমার তা জানা নেই। বিদ্যুতের অভাবে সেচের জন্য পানি না দিতে পারলে খাদ্য উৎপাদন কম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য ও বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।