ArabicBengaliEnglishHindi
scriptForHost

নবীন বিশ্ববিদ্যালয় হয়েও ই-জিপিতে বিডিইউ যাত্রা শুরু


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৭:৫৫ অপরাহ্ন / ১৩
নবীন বিশ্ববিদ্যালয় হয়েও ই-জিপিতে বিডিইউ যাত্রা শুরু

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>

দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ” নবীন বিশ্ববিদ্যালয় হলেও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে যাত্রা শুরু করেছে।

রবিবার (১৭ এপ্রিল,২০২০)দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে “supply of printed Books at BDU” সংক্রান্ত কাজের অনুমোদন দেয়ার মাধ্যমে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে বিডিইউ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ” নবীন বিশ্ববিদ্যালয় হলেও আমরা এখন থেকেই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে টেন্ডার কার্যক্রম পরিচালনা করবো।

মাননীয় মাননীয় উপাচার্য বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়া সহজতর, দেশের যেকোনো জায়গা থেকে দরপত্র জমা দেওয়ার সুযোগ এবং সরকারি ক্রয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এই পদ্ধতিতে প্রত্যাবর্তন করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রির (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন সহ আইসিটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।