scriptForHost

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন


Daily Jonotar Bangla প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২২, ১০:৫৪ অপরাহ্ন /
চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

আবু জাফর বিশ্বাস ->>

 যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার ২৯ জানুয়ারী সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৫ টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১২ টি পদ সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক লোকসমাজের চৌগাছা প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোর পত্রিকার এম হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক অপরাধ দূর্গের টিপু সুলতান নির্বাচিত হয়েছেন।

১২ টি পদে সর্বসম্মতিক্রমে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান (জুয়েল), সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক এহসান জামিল, অর্থ সম্পাদক সুজন দেওয়ান, প্রচার ও প্রকাশনা ইমাম হোসেন সাগর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুন্সী সাগর, পত্রিকা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সোহান, নির্বাহী সদস্য বাবলুর রহমান, সেঁজুতি নূর, আব্দুল গনি ও রাসেল ইমাম মিঠু।

নির্বাচনে ৩২ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে থানার এসআই বিপ্লবের নেতৃত্বে পুলিশ ফোর্স দায়িত্ব পালন করেন। দুপুর ২ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার চৌগাছা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জহিদুর রহমান বকুল। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, সলুয়া আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব চৌগাছার (ভারপ্রাপ্ত) সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ওয়ালিউর রহমান, যুগ্ম সম্পাদক এ কে এম শামীম আল-মামুন শাহীন, চুড়ামনকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহাদিজুজ্জান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কবি শাহীন মাহবুব, কবি আবু জাফর বিশ্বাস, সাংবাদিক খালেদুর রহমান, আলমগীর কবির, পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম, আব্দুর রহিম, প্রমুখ।