ArabicBengaliEnglishHindi
scriptForHost

হোমনায় শোকাবহ আগস্ট উপলক্ষে যুবলীগের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২২, ৭:০৬ অপরাহ্ন /
হোমনায় শোকাবহ আগস্ট উপলক্ষে যুবলীগের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হোমনা,কুমিল্লা প্রতিনিধি ->>
কুমিল্লার হোমনায় শোকাবহ আগস্ট উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে দুইটি বিদ্যালয়ের ১০০ জন স্কাউট সদস্যদের মাঝে বিনামূল্যে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির ১শত গাছের চারা বিতরণ করা হয়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৫ ই আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।

এতে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলী হোমনা পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ দাদন মিয়া, আব্দুল করিম, কাজী আব্দুল আলিম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,সহকারি প্রধান শিক্ষিকা কামরুন নাহার, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, সহকারি শিক্ষক সজিব মিয়া, সহকারি শিক্ষক আবুল হাসানসহ যুবলীগের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপির পরামর্শক্রমে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।