ArabicBengaliEnglishHindi
scriptForHost

সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমলো, স্বস্তি ফিরে পেল প্রবাসীরা


প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২২, ৮:১৯ অপরাহ্ন / ৩০
সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমলো, স্বস্তি ফিরে পেল প্রবাসীরা

শৌখিন মিয়া, ইউএই প্রতিনিধি ->>

সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ছয় মাস পর কমলো জ্বালানি তেলের দাম। পহেলা আগস্ট থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রোববার এক ঘোষণার মাধ্যমে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

দেশটিতে সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটার ৪.০৩ দিরহাম নির্ধারণ করা হয়েছে যা জুলাই মাসে ছিল ৪.৬৩ দিরহাম। স্পেশাল পেট্রোল ৩.৯২ যা জুলাইয়ে ছিল ৪.৫২ দিরহাম। ই-প্লাস ৩.৮৫ যা জুলাইয়ে ছিল ৪.88 দিরহাম। ডিজেল প্রতি লিটারে ৪.১৪ দিরহাম যা জুলাইয়ে ছিল ৪.৭৬ দিরহাম।

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর জ্বালানি তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। যদিও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি বিশ্ব বাজারের তুলনায় আমিরাতে কম বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর অন্তত ৬ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছিল। দীর্ঘ ছয় মাস পর দাম কমায় প্রবাসীসহ স্থানীয় নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।