ArabicBengaliEnglishHindi
scriptForHost

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন আল মেহেদা রেস্টুরেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৯:৩৬ অপরাহ্ন / ১৬
সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন আল মেহেদা রেস্টুরেন্টের উদ্বোধন

শৌখিন মিয়া, ইউএই প্রতিনিধি ->>

আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসায় উন্নতি করছে প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরবর্তী সময়ে শুধু রেস্টুরেন্টেই না সকল ক্ষেত্রেই বাংলাদেশি প্রবাসীদের উন্নতি প্রতীয়মান হচ্ছে। এতে করে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে।

সংযুক্ত আরব আমিরাত’র আজমান রাশেদিয়ায় বাংলাদেশী
মালিকানাধীন আল মেহেদা রেস্টুরেন্টের উদ্বোধনকালে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম মাহবুব, পরিচালক শেফালী আক্তার আখি, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শেখ ফরিদ আহমেদ সিআইপি, মাহাবুর আলম মানিক সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম সিআইপি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি খাবারকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন।