ArabicBengaliEnglishHindi
scriptForHost

শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ৭:৩৭ অপরাহ্ন / ১২
শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি ->>
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নারগিস সুলতানা, ওসি (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মীর লিয়াকত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার ৮ ইউনিয়নের মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।