ArabicBengaliEnglishHindi
scriptForHost

প্রধানমন্ত্রীকে হুমকিসহ দেশব্যাপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : জুন ৫, ২০২২, ৯:৫৬ অপরাহ্ন / ১৮
প্রধানমন্ত্রীকে হুমকিসহ দেশব্যাপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল

মাগুরা জেলা প্রতিনিধি ->>

মাগুরার শ্রীপুরে গতকাল শনিবার ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপি স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোটের অস্থিতিশীল পরিবেশ নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে’ বিক্ষোভমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক ঘুরে বকুলতলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি এ্যাড.হারুন-অর রশিদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, যুগ্ম-সম্পাদক কাজী তারিকুল ইসলাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মণ্ডল, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্যা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের জোয়ারদার, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা আরজান বাদশা ও বাবুল রেজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আলিনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অন্যরা।

র‌্যালি শেষে বকুলগাছ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।