ArabicBengaliEnglishHindi
scriptForHost

দিনাজপুরের হাকিমপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২২, ৭:২৬ অপরাহ্ন / ১৩
দিনাজপুরের হাকিমপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

আশরাফুল আলম ফুলবাড়ী(দিনাজপুর)থেকে ->>
দিনাজপুর হাকিমপুরের পৌর বাজারে নকল বিডি বিক্রয় ও মুল্য তালিকা না লাগিয়ে চাল বিক্রয়ের অভিযোগে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মুল্য তালিকা না লাগানো অপরাধে সিপন চাল ঘরকে ৫ হাজার টাকা, প্রিন্স ভ্যারাইটি স্টোরকে নকল হরিণ বিডি বিক্রয়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, এর আগেও ব্যবসায়ীদের মুল্য তালিকা প্রদর্শনের বিষয়ে বারবার বলা হয়েছে।

কিন্তু তারা সে বিষয়ে পদক্ষেপ নেইনি। তাই মুল্য তালিকা না থাকায় তিনটি মুদি দোকানীকে ১৩হাজার টাকা এবং একটি দোকানে নকল হরিণ বিড়ি বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সেইসাথে একজন পল্লী চিকিৎসককে সর্তক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।