ArabicBengaliEnglishHindi
scriptForHost

ডিমলায় নিত্য প্রয়োজনীয় দ্রব‌্যমূল‌্যের নিয়ন্ত্রণে বাজার মনিটরিং


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ১০:৫৭ অপরাহ্ন / ৪৬
ডিমলায় নিত্য প্রয়োজনীয় দ্রব‌্যমূল‌্যের নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ->>

নীলফামারীর ডিমলা সদর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যের দাম বৃদ্ধি রোধ করতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

মঙ্গলবার (১৬-আগস্ট) বিকালে বাবুরহাট ও শুটিবাড়ী বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার‌ মনিটরিং করা হয়।

মনিটরিংকালে বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলাসহ কাঁচাবাজার ঘুরে দেখেন ও দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

এছাড়া সর্বসাধারণকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল-ডাল-তেল-লবণ ও পেঁয়াজ সংগ্রহ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।

বাজার মনিটরিং অভিযানে উপজেলা প্রশাসকসহ ডিমলা থানার পুলিশের এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্স ও আনসার ব্যাটালিয়ন অংশ নেয়।