ArabicBengaliEnglishHindi
scriptForHost

চেয়ারম্যান পদে আ’লীগর প্রার্থী মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়র পথে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৭:৩২ অপরাহ্ন / ১৩
চেয়ারম্যান পদে আ’লীগর প্রার্থী মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়র পথে
  • মীর ইমরান,(মাদারীপুর) ->>
    মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনানীত প্রার্থী মুনির চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)সকাল সাড় ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের হাতে মনোনয়নপত্র জমা দেন। অন্য কোন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মুনির চৌধুরী বিজয়র পথে এগিয়ে রয়েছে। সাধারণ সদস্য পদে শিবচর উপজেলা যুবলীগের সভাপতি যুব সমাজের আইকন হিসেবে পরিচিত মোঃ ইলিয়াস পাশা মনোনয়ন পত্র দাখিল করে সাংবাদিকদের বলেন জনগণের জন্য কাজ করতে জেলা পরিষদের সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করি ,এসব কৃতিত্ব শিবচরের মাটি মানুষের নেতা জাতীয় সংসদের চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী এমপির।

এছাড়াও সংরক্ষিত নারী আসন ৮ জন ও সাধারণ সদস্য পদ ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদ ১৬ জন এবং সংরক্ষিত পদ ৮ জন মনানয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় আ’লীগ মনোনীত প্রার্থী বিজয়ের পথে এগিয়ে রয়েছেন।
তিনি আরো জানান, মনানয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর । মনোয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর।

প্রার্থীতা প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন মোট ভোটার সংখ্যা ৮৪২ জন।

এসময় প্রার্থীদর মধ্যে উৎফুল্ল -উদ্দীপনা দেখা যায়। অনেকের সাথে নির্ধারিত লোকের চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয় মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।