ArabicBengaliEnglishHindi
scriptForHost

কালিয়াকৈরে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে বিশ্বর্কমা পূজা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ৮:০১ অপরাহ্ন / ৩৮
কালিয়াকৈরে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে বিশ্বর্কমা পূজা

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূর্জা। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধমীয় উৎসব ।

দেবশিল্পী বিশ্বকর্মার অশেষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।বিশ্বকর্মা ঠাকুরের পূজা অন্যান্য দেব দেবীর মতই মাটি দিয়ে মূতি গড়ে অথবা ঘটে পটে বিশ্বকর্মা পূজা করা হয়। কামার, মিস্তি,স্বর্ণকার, সূতার কারখানার,কর্মকার, দারুশিল্প,মৃৎশিল্প,,শীল,প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগন নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকমা পূজা করে থাকত। এ সময় পূজা শেষে বিশেষ খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয় এবং পূজা শেষে গান বাজনা, নাচ বিশেষ অনুষ্ঠান করা হয়।

কালিয়াকৈরে বিভন্ন এলাকায় সূএাপুর, নয়ানগর, সৈয়দপুর, কান্দাপাড়া, দাইরাপুর, পালপাড়া, চাপাইর, চাবাগান,খেতাচূড়া, বোয়ালী স্থানে জাঁকজমকপূর্ণ ভাবে বিশ্বকর্মা পূজা পালন করেন।

বাংলাদেশ হিন্দু পরিষদের কালিয়াকৈর উপজেলা সংগ্রামী সভাপতি শ্রী সুকুমার সাহা ও সাধারন সম্পাদক শ্রী পার্থ সরকার তাদের বক্তব্যে জানান বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ঐতিহ্য বাহি পূজা। প্রত্যেক বছরই এ পূজা করা হয়ে থাকে।