ArabicBengaliEnglishHindi
scriptForHost

হোমনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন / ১২
হোমনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত

হারুন অর রশিদ ->>
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

সোমবার(১৫ আগস্ট) এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, হোমনা সার্কেল, থানাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইউএনও রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার ভূমি ইউছুফ হারুন, পৌর মেয়র এ্যাডঃ মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা , ওসি মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন মোল্লা প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং বেকার যুবক -যুবতীদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।