ArabicBengaliEnglishHindi
scriptForHost

ফুলবাড়ীতে ট্রাকের ও কোচের মূখোঁমূর্খী সংর্ঘষে চালকসহ এক যাত্রী নিহত


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২২, ৬:১২ অপরাহ্ন / ১১
ফুলবাড়ীতে ট্রাকের ও কোচের মূখোঁমূর্খী সংর্ঘষে চালকসহ এক যাত্রী নিহত

আশরাফুল ইসলাম,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি ->>
দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা এস,আর পরিবহনের সাথে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভুট্টা বোঝাই ট্রাকের মুখোঁমূখী সংঘর্ষে এস,আর পরিবহনের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

নিহত চালক আব্দুল হামিক(৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখ এর পুত্র। অপরজন আশিক আলী(২৩) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া,ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় এই মর্মন্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে ।

আমরা ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। মরদেহ সুরতহাল শেষে তাদের অত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত ১ সপ্তাহে একই স্থানে ৩টি সড়ক দূর্ঘটনা ৩জনের মৃত্যু হলো।